ভুল ধরলে সবই ভুল তবে চাইলে ইতিবাচক কিছুও নেয়া সম্ভব: সাকিব

|

সাকিব আল হাসান কথা বলছেন বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে।

ঘরের মাঠে শেষ তিন সিরিজ জয়ে প্রাপ্ত আত্মবিশ্বাস নিয়ে কি বিশ্বকাপ মিশনে যাচ্ছে টাইগাররা? এমন প্রশ্নে কূটনীতিক হয়ে গেলেন সাকিব আল হাসান। বলেছেন, ভুল ধরলে সবই ভুল আর ইতিবাচক কিছু নিতে চাইলে নেয়া যায় এখান থেকেই।

এর মধ্যেই সাকিব বলেছিলেন, এমন পিচে যদি ১০-১৫ টা ম্যাচ খেলা হয় তবে ব্যাটসম্যানের ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। তাই ব্যাটিং ব্যর্থতাকে ভুলে যাওয়ার পক্ষপাতী এই নাম্বার ওয়ান অলরাউন্ডার।

টি-টোয়েন্টিতে সবসময়ই ভালো করতে সাকিব গুরুত্ব দিয়েছেন বিপিএলে। সেই বিপিএল নেই বিশ্বকাপের আগে, অনিশ্চিয়তা আছে পরের আসর নিয়েও।

বিপিএল নিয়ে সাকিব আল হাসান বলেন, ঢাকা প্রিমিয়ার লিগ এবার টি-টোয়েন্টি ফরম্যাটেই হয়েছে। তাই বিশ্বকাপের আগে প্রস্তুতি হয়ে গিয়েছে সেখান থেকেই। এর সাথে বিপিএলের জন্য আলাদা সময়, মাঠ এবং সুযোগ সুবিধাও থাকা উচিত। সেখানে প্রতিযোগিতাও বেশি কারণ বিদেশী খেলোয়াড়রাও আসেন বিপিএল খেলতে।

বিপিএলের সাথে সম্পর্ক চুকিয়ে ফেলা ডিবিএল গ্রুপের সিরামিকস প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব বলেন সাকিব আল হাসান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply