বরিশাল ব্যুরো
বরিশালে চিংড়ির রেনুসহ আটক ৬ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার ৬ লাখ রেনুসহ তাদের আটক করে কোস্ট গার্ড।
বরিশাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সনজিব সন্ন্যমত জানান, গোপন খবরের ভিত্তিতে দক্ষিণ জোন কোস্ট গার্ডের একটি টিম সদর উপজেলার নেহালগঞ্জ ফেরিঘাট সংলগ্ন কালাবদর নদীতে অভিযান চালায়।
এসময় তারা ২টি ট্রলার থেকে ড্রাম বোঝাই বাগদা চিংড়ির রেনু উদ্ধার করে। আটক করা হয় ৬ পাচারকারীকে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন আটক প্রত্যেককে ৪ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেন। উদ্ধার হওয়া রেনু নদীতে অবমুক্ত করা হয়েছে।
Leave a reply