‘৭ মার্চের ভাষণ সারাবিশ্বের মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা’

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আবেদন যুগ যুগ ধরে টিকে থাকবে। এই ভাষণের মধ্যেই ছিলো নতুন একটি স্বাধীন রাষ্ট্রের দিক নির্দেশনা।

আজ বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, ৭৫ পরবর্তী সময় বিকৃত ইতিহাস জেনে বড় হয়েছে প্রজন্ম। কিন্তু বিশ্বের প্রামাণ্য দলিল হিসেব স্বীকৃতির পর ৭ মার্চের ভাষণ এখন সারাবিশ্বের মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে জাতির জনক শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাষ্টের আলোচনা সভাটির আয়োজন করে।

প্রফেসর আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীনের মূলপ্রবন্ধের ওপর আলোচনায় ৭ মার্চের ভাষণের প্রেক্ষাপট তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই ভাষণ বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শীতার প্রমাণ।

একাত্তরের অগ্নিঝরা মার্চে হানাদারবাহিনীর বিরুদ্ধে বাঙালির প্রতিরোধের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply