ভারত ও পাকিস্তান এর মধ্যে আপাতত কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সম্ভাবনা দেখছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা।
আইসিসি ইভেন্ট ছাড়া গত ৮ বছর ধরে রাজনৈতিক কারণে বন্ধ আছে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ। পিসিবির দায়িত্ব নেবার পর আশার কথা শোনাতে পারেননি রমিজ রাজা। তিনি বলেছেন, এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ আয়োজন সম্ভব নয়। এবং এ নিয়ে তাড়াহুড়োও নেই। কারণ, ঘরোয়া ক্রিকেটের দিকেই মনোযোগ দিচ্ছি আমরা।
রমিজ রাজা আরও বলেন, আমাদের ক্রীড়া কাঠামো অনেক ক্ষেত্রেই আমাদের রাজনীতি দ্বারা প্রভাবিত। তাই ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন এই মুহূর্তে সম্ভব নয়।
বোর্ড প্রধান হিসেবে আপাতত তার মূল লক্ষ্য ঘরোয়া ও স্থানীয় ক্রিকেটের দিকে মনোযোগী হওয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ২৪ অক্টোবর চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।
/ এম ই
Leave a reply