মেক্সিকোর এক হোটেল থেকে অপহৃত ২২ বিদেশি নাগরিককে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রশাসন।
উদ্ধারকৃতদের বেশিরভাগই কিউবা ও হাইতির নাগরিক। বেশ কয়েকজন নারীও ছিলেন ওই দলে।
সম্প্রতি সান লুইস পোটোসি প্রদেশের হোটেলটিতে হামলা চালিয়ে লুটপাট করে ডাকাত দল। অপহরণ করে হোটেলের অনেক বাসিন্দাকে। ১৬ মেক্সিকান নাগরিককেও অপহরণ করেছিল সন্ত্রাসীরা। তবে আগেই তাদের ছেড়ে দেয়া হয়। লোকালয় থেকে দূরে প্রত্যন্ত এলাকায় নিয়ে যাওয়া হয় বিদেশিদের।
গোপন সূত্রের খবর পেয়ে মঙ্গলবার সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। বিদেশিদের উদ্ধারের পর শারীরিক পরীক্ষার জন্য নেয়া হয় হাসপাতালে। মেক্সিকোয় মাদক চোরাচালানকে কেন্দ্র করে প্রায় নিয়মিতই ঘটে হত্যা, লুটপাট, অপহরণের ঘটনা।
এনএনআর/
Leave a reply