চীনের সিচুয়ান প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্প; নিহত কমপক্ষে ৩

|

চীনের সিচুয়ান প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্প; নিহত কমপক্ষে ৩

চবি: সংগৃহীত

চীনের সিচুয়ান প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন কমপক্ষে তিনজন। বৃহস্পতিবার ভোররাতের এই দুর্যোগে আহত আরও ৬০ বাসিন্দা।

এদের মাঝে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। তাই প্রাণহানির সংখ্যা বৃদ্ধির শঙ্কা কর্তৃপক্ষের। ঘরবাড়ি ভেঙে পড়ায় ধ্বংসস্তুপের নিচে বাসিন্দারা চাপা পড়েছেন এমন আশঙ্কাও করা হচ্ছে।

দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে, ভোর সাড়ে ৪টা নাগাদ অনুভূত হয় মাঝারি মাত্রার এই ভূমিকম্প। যার কেন্দ্রস্থল ছিলো লুঝাউ শহরে; উৎপত্তি ভূভাগ থেকে ১০ কিলোমিটার গভীরে। পরিস্থিতি মোকাবেলা এবং উদ্ধারকাজে সহযোগিতার জন্য ‘লেভেল- টু’ জরুরি দুর্যোগ ব্যবস্থা ঘোষণা করেছে সরকার। ফায়ার ব্রিগেড, জরুরি সেবাকর্মীদের সাথে উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন স্থানীয়রাও।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply