মালিঙ্গার পর আবারও ৪ বলে ৪ উইকেট

|

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ বলে ৪ উইকেট নিয়ে ডাবল হ্যাট্রিক করে দলকে জিতিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। মালিঙ্গার সেই বিধ্বংসী স্পেলের পর আবার ৪ বলে ৪ উইকেট পতনের ঘটনা ঘটলো। তবে এবার এই কীর্তি একা ঘটাননি কোনো বোলার, বরং এর কৃতিত্ব ওয়েলিংটন মাসাকাদজা ও জিম্বাবুয়ের।

ওয়েলিংটন মাসাকাদজার করা ওভারের ৪ বলে ৪ উইকেটের পতনেই স্কটল্যান্ডকে ১০ রানে হারিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। ২০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছিল জিম্বাবুয়ে। জবাবে হাতে ৪ উইকেট নিয়ে শেষ ওভারে স্কটিশদের জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। কিন্তু প্রথম ও তৃতীয় বলে সাফইয়ান শেরিফ ও মাইকেল লিস্ককে ফিরিয়ে দেন মাসাকাদজা। আর দ্বিতীয় ও চতুর্থ বলে মার্ক ওয়াট ও অ্যালাসডেয়ার ইভান্স হন রান আউট।

চার বলে চার উইকেট পতনের ওভার করেও তাই লাসিথ মালিঙ্গার পাশে বসা হলো না ওয়েলিংটন মাসাকাদজার। বরং দলগত নৈপুণ্যে নিজের অবদানেই সন্তুষ্ট হতে পারেন এই বাঁহাতি অর্থোডক্স স্পিনার।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply