দুর্নীতি ও মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় বরখাস্ত হওয়া কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিক আদালতে আত্মসমর্পণ করেছেন। পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশেষ জজ আদালত-৪ এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে চলতি মাসের ২ তারিখ হাইকোর্ট পার্থ গোপাল বণিকের নিম্নআদালতের দেয়া জামিন বাতিল করেন। পাশাপাশি ২০ সেপ্টেম্বরের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার আদেশ দেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জুলাই দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে কমিশনের পরিচালক মুহাম্মদ ইউছুফের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করা হয় পার্থ গোপাল বণিককে। সেদিন তার বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করা হয়। এতে গ্রেফতার হন পার্থ গোপাল। এরপর ৩০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ রাষ্ট্রপতির আদেশে পার্থ গোপালকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন।
Leave a reply