নারী শিক্ষার দাবিতে কাবুলে ক্লাস বয়কট ছাত্রদেরও

|

কাবুলের ফাঁকা ক্লাসরুম। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের দখল নেয়ার পর অবশেষে ছেলেদের জন্য স্কুল খুলেছে তালেবান। ক্লাসও শুরু হয়েছে ইতোমধ্যে। কিন্তু মেয়েদের স্কুল এখনও বন্ধ। মেয়েরা স্কুলে যাওয়ার অনুমতি ফের কবে পাবে তার নিশ্চয়তা নেই। এই ঘটনার প্রতিবাদে স্কুলে যাচ্ছেন না অনেক ছাত্রও। যত দিন না মেয়েদের স্কুল খুলছে তত দিন তারা ক্লাস বয়কট করবে বলেই জানিয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল একটি রিপোর্টে এই খবর জানিয়েছে। রোহুল্লাহ নামের দ্বাদশ শ্রেণির এক ছাত্র ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, মেয়েরা সমাজের অর্ধেক অংশ। যত দিন না মেয়েদের স্কুল খুলছে তত দিন আমি স্কুল যাব না। আমাদের অনেক বন্ধু একই সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মেয়েদের স্কুল খোলার পরিকল্পনা চলছে। কিন্তু কবে স্কুল খুলবে সে বিষয়ে কিছু জানাননি তিনি। জবিউল্লাহ বলেন, ছেলেদের স্কুল খুলেছে। সব ছাত্র ও শিক্ষকদের উচিত ক্লাসে যাওয়া। মেয়েদের স্কুল খোলার বিষয়ে আমরা আলোচনা করছি।

একই ছবি দেখা গেছে কাবুলের বিশ্ববিদ্যালয়েও। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও ক্লাসরুম প্রায় ফাঁকা। ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক, কেউই আসছেন না। কারণ, মেয়েদের উপর জারি হওয়া তালেবানের কঠোর নীতি।

বিশ্ববিদ্যালয়ে যেতে হলে নারী শিক্ষার্থীদের বোরখা এবং মুখ আবৃত করার নির্দেশ দিয়েছে তালেবান। নিধারণ করা হয়েছে আলাদা ড্রেস কোড। তবু আফগান নারী শিক্ষার্থীদের ক্লাসে ফেরা এখনও অনিশ্চিত। তারই প্রতিবাদে এগিয়ে এসেছে পুরুষ শিক্ষার্থীরাও।

কাবুলের ঘারজিস্তান বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর নুর আলী রহমানি সংবাদ সংস্থা এএফপি-কে বলেন, আমাদের ছাত্রছাত্রীরা তালেবানের নির্দেশ মানতে রাজি নয়। তারা হিজাব পরতে রাজি, কিন্তু নিকাব পরবে না। তাই তারা আসছে না। অধ্যাপকদেরও একই সিদ্ধান্ত। সেই কারণে আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে বাধ্য হয়েছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply