বাংলাদেশি তরুণী বিথার পেলেন চেঞ্জমেকার অ্যাওয়ার্ড

|

মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করায় প্রথম বাংলাদেশি হিসেবে চেঞ্জমেকার অ্যাওয়ার্ড পেয়েছেন ফাইরুজ ফাইজা বিথার। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে এই সম্মাননা পুরস্কার দেয়া হয়।

জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সহায়তা করতে যারা পদক্ষেপ নিয়েছেন, এমন ব্যক্তিদের বিভিন্ন বিভাগে পুরস্কার দিয়ে থাকে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ‘মনের স্কুল’ নামক একটি মানসিক স্বাস্থ্য সচেতনতা সংস্থার সহ-প্রতিষ্ঠাতা হিসেবে ৩ বছর মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননা পুরস্কারটি পেয়েছেন।

পুরস্কার পাওয়ার পর বিথার তার ফেসবুকে পোস্ট করে এটি জানিয়েছেন। পোস্টে তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বছর সম্মাননা পাওয়া ৩ জনের একজন বিথার। তিনি এই সম্মাননা পাওয়া প্রথম বাংলাদেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply