জয় দিয়ে শীর্ষস্থানে ফিরলো ইন্টার মিলান

|

ছবি: সংগৃহীত

ইতালিয়ান সিরিএ-তে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান ৩-১ গোলে হারিয়েছে ফিওরেন্তিনাকে। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানও দখল করে নিলো তারা।

নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইন্টারের বিপক্ষে প্রথমার্ধে দাপট ছিলো ফিওরেন্তিনার। ২৩ মিনিটে গঞ্জালেসের অ্যাসিস্টে রিকার্দো সোতিল গোল করলে লিড নেয় দলটি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ইন্টার। ৫২ মিনিটে রাইটব্যাক দারমিয়ানের গোলে সমতায় ফেরে ইনজাগির দল। ৫৫ মিনিটে এডিন জেকোর গোলে ২-১ গোলের লিড নেয় ইন্টার। পরে ১০ জনের দলে পরিণত হওয়া ফিওরেন্তিনার জালে ৮৭ মিনিটে কফিনের শেষ পেরেক ঠুকে দেন ইভান পেরেসিচ।

এই ম্যাচে জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো বর্তমান চ্যাম্পিয়নরা। ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রতে ১৩ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে নাপোলি আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে। নাপোলির সমান ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তালিকার তিনে অবস্থান এসি মিলানের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply