‘সৃজিত আমার পিতৃসম’, পুরনো প্রেম নিয়ে যা বললেন অভিনেত্রী

|

ছবি: সংগৃহীত

২০১৮ সালের দিকে সৃজিত মুখার্জি এবং সেই সময় নবাগতা অভিনেত্রী রাজনন্দিনী পালের মধ্যে বিশেষ বন্ধুত্বের কথা শোনা গিয়েছিল। অভিনেত্রী নিজেও জানিয়েছিলেন, সৃজিত আমার বিশেষ বন্ধু। ওর সাথে সময় কাটাতে ভালো লাগে। তবে বাংলাদেশের মেয়ে মিথিলার সাথে বিয়ে হওয়ার পর তাদের নিয়ে গল্পটা থেমে যায় সেখানেই।

বিষয়টি সম্প্রতি ফের উঠে আসে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেয়া একটি সাক্ষাৎকারে। সৃজিতের বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে রাজনন্দিনীর উত্তর, সৃজিতকে আমি আঙ্কেল বলে ডাকতাম। তিনি বিষয়টি পছন্দ করতেন না, তাই আমাকে সৃজিত নামে ডাকতে বলেছিলেন। সৃজিত আর আমাকে নিয়ে যে বিতর্কের সূত্রপাত সেটা কিন্তু সংবাদমাধ্যমেরই তৈরি। আমাকে জড়িয়ে দেয়া হয়েছিল, এটাই আমার বলার। বয়সে সৃজিত আমার পিতৃসম। তাকে নিয়ে এর বেশি আর কিছু বলার নেই।

সম্প্রতি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে রাজনন্দিনী পাল অভিনীত ‘পায়েস’। প্রথম সারির প্রযোজনা সংস্থার আগামী ছবিতেও চুক্তিবদ্ধ তিনি। অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনী তার ক্যারিয়ারের শুরু থেকেই সৃজিত ও প্রসেনজিৎতের মতো নাম করা পরিচালক-অভিনেতার সাথে কাজ করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply