করোনা চিকিৎসায় ওষুধের অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

|

সংগৃহীত ছবি

করোনা চিকিৎসায় এবার ওষুধের অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি রিজেনেরোনের একটি অ্যান্টিবডি ড্রাগকে দেয়া হয়েছে এ অনুমোদন। খবর আল-জাজিরার।

এটিই হতে যাচ্ছে করোনা প্রতিরোধে স্বীকৃতিপ্রাপ্ত প্রথম কোনো ওষুধ। মূলত ক্যাসিরিভিম্যাব ও ইমডেভিম্যাব নামের দুইটি ওষুধের মিশ্রণে তৈরি এটি। ক্লিনিক্যাল ট্রায়ালেও মিলেছে সুফল।

ডব্লিউএইচও এক বিবৃতিতে জানায়, তুলনামূলক কম ঝুঁকিতে থাকা করোনা রোগীদের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরিতে সক্ষম এ ওষুধ। কমায় হাসপাতালে ভর্তির সম্ভাবনা। এছাড়াও প্রাণহানির শঙ্কায় থাকা রোগীদের ওপর প্রয়োগেও মিলেছে সুফল।

ওষুধের সুষ্ঠু বণ্টনে প্রস্তুতকারক কোম্পানিকে মূল্যহ্রাসের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে জরুরি অনুমোদন দেয়া হয়েছিল ওষুধটির। এরই মধ্যে অনুমোদন মিলেছে ব্রিটেনেও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply