‘লাশ থাকুক আর না থাকুক চন্দ্রিমা উদ্যানে কোনো কবর থাকতে পারে না’

|

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ফাইল ছবি।

লাশ থাকুক আর না থাকুক চন্দ্রিমা উদ্যানে কোনো কবর থাকতে পারে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নকশা বর্হিভূতভাবে জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যানে স্থাপন করা হয়েছে। চন্দ্রিমা উদ্যানে লাশ থাকুক অথবা নাই থাকুক সেখানে কোনো কবর থাকতে পারে না।

এ সময় তিনি আরও বলেন, অভিজাত এলাকার বিদ্যুৎ, পানি, গ্যাস ও হোল্ডিং ট্যাক্স অবশ্যই বৃদ্ধি করা উচিত। গুলশান ও যাত্রাবাড়ীর ট্যাক্স কখনই এক হতে পারে না।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply