কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা পিজমন্ট ইতালিতে গ্রেফতার

|

কালের্স পিজমন্ট। সংগৃহীত ছবি

ইতালিতে গ্রেফতার হলেন কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কালের্স পিজমন্ট। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) তথ্যটি নিশ্চিত করে তার আইনজীবী। খবর বিবিসির।

২০১৯ সালে জারিকৃত স্পেনের গ্রেফতারি পরোয়ানা অনুসারেই সীমান্ত এলাকায় ধরা হয় এই রাজনীতিককে। তিনি আলঘেরো থেকে একটি সাহিত্য সম্মেলনে যোগ দিতে ব্রাসেলস যাচ্ছিলেন। ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য পিজমন্ট চলতি বছরই তার কূটনৈতিক দায়মুক্তির যোগ্যতা হারিয়েছেন। সে কারণে চটজলদি তার জামিন পাওয়াটা কষ্টকর হবে।

২০১৭ সালে স্পেন থেকে বিচ্ছিন্ন হতে স্বাধীনতার ডাক দেন স্বায়ত্বশাসিত অঞ্চলটির তৎকালীন প্রেসিডেন্ট কালোর্স পিজমন্ট। গণভোটে জয় এলেও সংবিধানের অজুহাতে কাতালুনিয়ার নিয়ন্ত্রণ নেয় মাদ্রিদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply