শ্রীলঙ্কা দলের নতুন দায়িত্বে জয়াবর্ধনে

|

ছবি: সংগৃহীত

আগামী ১৭ অক্টোবর থেকে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের প্রথম পর্বে শ্রীলঙ্কা ক্রিকেট দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহেলা জয়াবর্ধনে। খবর ইএসপিএন ক্রিকইনফোর।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এসএলসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কিংবদন্তি ব্যাটসম্যানকে আপাতত বিশ্বকাপের প্রথম রাউন্ডের জন্য দলের পরামর্শক করে নিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।

বিশ্বকাপ ছাড়াও আগামী বছরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও পরামর্শক এবং মেন্টর হিসেবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নিতেও রাজি হয়েছেন মাহেলা জয়াবর্ধনে।

এবিষয়ে ক্রিকবাজকে শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি সিলভা বলেন, মাহেলার নতুন ভূমিকাকে আমরা স্বাগত জানাতে পেরে ভীষণ খুশি। শ্রীলঙ্কা জাতীয় দল এবং অনূর্ধ্ব -১৯ দলের সঙ্গে তার উপস্থিতি খেলোয়াড়দের অনেক উপকারে আসবে। প্রথমে ক্রিকেটার, পরে অধিনায়ক এবং এখন কোচ- বিশাল জ্ঞানের কারণে ক্রিকেট ক্যারিয়ার থেকে তার প্রতি শ্রদ্ধা আছে সবার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply