জার্মানিতে জাতীয় নির্বাচন: হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

|

জার্মানিতে জাতীয় নির্বাচন: হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর অ্যাঙ্গেলা মার্কেলকে ছাড়াই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জার্মানিতে। রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

১৬ রাজ্যের ৬ কোটি ৪০ লাখের বেশি ভোটার জানাবেন রায়। প্রত্যেক নাগরিক দু’টি করে ভোট দেয়ার সুযোগ পাবেন। একটি প্রার্থী বাছাইয়ে, অপরটি পছন্দের দলকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ক্ষমতাসীন সিডিইউ (CDU) এবং সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এসপিডি’র (SPD) মধ্যে। চ্যান্সেলর পদেও মূল প্রতিদ্বন্দ্বিতা এই দুই দলের আরমিন ল্যাশেট ও ওলাফ শলৎসের মধ্যে।

শনিবার শেষ দিনের মতো নির্বাচনী প্রচারণায় অংশ নেন প্রার্থীরা। শেষ মুহূর্তের প্রচারণায়ও ল্যাশেটকে সমর্থন যোগাতে সাথে ছিলেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। জনমত জরিপে অবশ্য খুব সামান্য ব্যবধানে এগিয়ে এসপিডি’র ওলাফ।

বিশ্লেষকরা বলছেন, দু’পক্ষের ভোটের ব্যবধান তৈরি করতে পারে গ্রিন পার্টিও।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply