বিশ্ব বাণিজ্যের উন্নয়নের ব্যাপারে আলোচনা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে। এসময় ব্যবসার জন্য ডিজিটালাইজেশন পদ্ধতির ওপর জোর দেয়া হয়। একই সাথে প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের কথাও উঠে আসে বৈঠকে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন প্রতিনিধিদের সাথে এক বাণিজ্য সভায় এসব কথা ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ভালদিস ডম্ব্রোভস্কিস।
ইইউ কমিশনের এই নির্বাহী বলেন, ২০৩০ সালের মধ্যে আমরা ইউরোপের ৮০ শতাংশ মানুষকে প্রযুক্তিগত প্রশিক্ষণ দেব। যাদের বয়স ১৬ থেকে ৭৪ বছরের মধ্যে। তিনি আরও জানান, বর্তমান যুগে ডিজিটাল দক্ষতা ছাড়া কোন উন্নয়ন সম্ভব না। এক্ষেত্রে বয়স এবং লিঙ্গ বৈষম্য যেন না থাকে সেই বিষয়টিও নিশ্চিত করতে হবে।
ইইউ এর সাথে দুই দিনের এই বাণিজ্য বৈঠকে অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এসময় ইইউ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সংকট, নতুন সম্ভবানাময় খাতগুলো নিয়ে বেশ কিছু সমঝোতায় পৌঁছান তারা।
Leave a reply