জ্বালানি সংকট মোকাবেলায় যুক্তরাজ্যে সেনাবাহিনী মোতায়েন

|

ছবি: সংগৃহীত।

তীব্র জ্বালানি সংকট মোকাবেলায় এবার যুক্তরাজ্যে সেনাবাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাজ্য প্রশাসন। 

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, সরবরাহজনিত সংকটের কারণে বেশিরভাগ পেট্রোলপাম্প জ্বালানিশূন্য হয়ে পড়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে সোমবার ( ৪ অক্টোবর) থেকে বিভিন্ন জ্বালানি ডিপো ও গ্যারেজগুলোতে সশস্ত্র বাহিনী মোতায়েন করার ঘোষণা দিয়েছে সরকার।

একইসাথে ফিলিং স্টেশনগুলোতে চাপ কমাতে দুশো কর্মী এবং একশজন চালককে এই সরবরাহ কাজে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়েছে।

এ ছাড়াও, মন্ত্রণালয় থেকে আরও ঘোষণা দেয়া হয়েছে, আগামী বছরের মার্চ নাগাদ অন্তত তিনশো বিদেশি জ্বালানি ট্যাংকারের চালককে যুক্তরাজ্যে কাজের সুযোগ দেয়া হবে।

ট্রাক চালকের অভাবে গত কয়েকমাস ধরে ব্রিটেনে খুচরা দোকান ও রেস্তোরাঁগুলোতে পণ্য সরবরাহে গুরুতর ঘাটতি তৈরি হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply