চট্টগ্রামে আদালত চত্বরের পুলিশ চেকপোস্টে জঙ্গি হামলা মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে আসামি বোমা মিজানকে। এছাড়া জেএমবি নেতা জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ (৩ অক্টোবর) সকালে চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বোমা মিজান পলাতক আছে। তাকে ২০১৪ সালে প্রিজন ভ্যানে ময়মনিসংহে সাক্ষ্য দিতে নেয়ার পথে ছিনিয়ে নেয় জঙ্গিরা। মামলার বাকি ৩ আসামি বাংলা ভাই, শায়খ আব্দুর রহমান ও আতাউর রহমান সানির অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়েছে।
২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন চত্বরের পুলিশ চেকপোস্টে বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে পুলিশ সদস্য রাজিব বড়ুয়া এবং পথচারী ফুটবলার শাহবুদ্দিন নিহত হন। এছাড়াও এ ঘটনায় ১০ পুলিশসহ আহত হয় ১৬ জন।
Leave a reply