গেইল-কোহলিকে টপকে রেকর্ড গড়লেন বাবর আজম

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ব্যাটার হিসেবে ৭ হাজার রান করার রেকর্ড গড়েছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম।

১৮৭ ইনিংস খেলে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ডান হাতি এই ব্যাটার। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ৭ হাজার রান করার রেকর্ড ছিল ক্যারেবিয়ান তারকা ক্রিস গেইলের। ১৯২ ইনিংস খেলে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। এছাড়া ২১২টি ইনিংস খেলে ৭ হাজার রান করেছিল বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি।

বাবরের এ রেকর্ডটি পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে হয়েছে। রোববার সাউদার্ন পাঞ্জাবের বিপক্ষে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ৫৯ রানের অপরাজিত ইনিংসের পথে এই রেকর্ডে নাম লেখান তিনি। বাবর ও গেইলের পরেই এ তালিকায় রয়েছে ভারতীয় তারকা বিরাট কোহলি ও অসি তারকা অ্যারন ফিঞ্চের নাম।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply