উইন্ডোজ ১১ রিলিজ পাচ্ছে আগামীকাল

|

ছবি: সংগৃহীত।

আগামীকাল (৫ অক্টোবর) রিলিজ হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ১১। একইসাথে উইন্ডোজ ১০ থেকে বিনা মূল্যে হালনাগাদের সুযোগ।

প্রথম দিনে সবাই হালনাগাদের সুযোগ পাবেন না। যে কম্পিউটারগুলো হালনাগাদের উপযুক্ত, সেগুলোতে পর্যায়ক্রমে আসবে উইন্ডোজ ১১। অগ্রাধিকার পাবে তুলনামূলক নতুন কম্পিউটারগুলো। ২০২২ সালের প্রথমদিকের মধ্যেই উইন্ডোজ ১১ তে হালনাগাদের উপযুক্ত সব কম্পিউটারে সে সুযোগ দেয়ার লক্ষ্য মাইক্রোসফটের।

উইন্ডোজ ১০ সহ বাজারে আসা অনেক কম্পিউটারেও শুরুর দিকে উইন্ডোজ ১১ তে হালনাগাদের সুযোগ পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, স্যামসাং ও মাইক্রোসফটের তৈরি কম্পিউটার।

নতুন উইন্ডোজের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি সরাসরি অ্যান্ড্রয়েড অ্যাপ নামিয়ে ব্যবহারের সুযোগ। মাইক্রোসফট এখন বলছে, শুরুতে সে সুযোগও থাকছে না উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে। বরং ‘আসন্ন মাসগুলোর কোনো এক সময়ে’ পরীক্ষামূলক সংস্করণে যুক্ত হতে পারে সেটি।

মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেমে সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে ইউজার ইন্টারফেসে। বাঁ দিকের বদলে স্টার্ট মেনু থাকবে মাঝখানে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply