প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেক শিশুকে শিক্ষার আওতায় আনার লক্ষ্যে কাজ চলছে। এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ সরকার, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি স্কুলে জাতীয় শিক্ষক দিবস ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষকদের এমপিওভুক্তি সহ বিভিন্ন বিষয়ে দাবির প্রেক্ষিতে তিনি বলেন, সরকার তার সামর্থ্য অনুযায়ী সবকিছুই শিক্ষকদের জন্য করবে। সরকার আন্তরিক ছিল বলেই করোনার মধ্যেও শিক্ষা কার্যক্রম চলমান ছিল। সবাইকে টিকার আওতায় আনা হলে, শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে, বলেন মন্ত্রী।
Leave a reply