বাসাইলে চার নারী পকেটমার আটক

|

আটককৃত চার নারী পকেটমার।

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে নারী পকেটমার চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৫ অক্টোবর) বিকাল ৫টায় বাসাইল বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- আনজু বেগম (২৯), অনিতা (২০), আকলিমা (১৮), মনিকা (১৮)।তারা সকলেই জামালপুর জেলার ইসলামপুর উপজেলার হারগীললা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, উপজেলার বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন নারীর স্বর্ণালংকার, টাকা-পয়সা এবং মোবাইল খোয়া যায়। এরপর অপরিচিত চার-পাঁচ জন নারীর চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদেরকে আটক করে।

এ সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে পকেটমারের সাথে সম্পৃক্ত বলে স্বীকার করে তারা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে নিয়ে আসে।

বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, আটককৃতরা প্রত্যেকেই পেশাদার পকেটমার। তারা বিভিন্ন সময় হাসপাতাল, বাজার, বাসস্ট্যান্ড এবং জনগুরুত্বপূর্ণ স্থানে চুরি করে থাকে।

তিনি জানান, তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ম্যাজিস্ট্রেট নায়িয়ান নূর ৭দিন করে কারাদণ্ড দিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply