২০২২ সালেই উৎক্ষেপণ হতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২

|

ছবি: সংগৃহীত।

২০২২ সালেই বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেণের লক্ষ্যে কাজ করছে সরকার। এই তথ্য জানিয়েছে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, স্যাটেলাইটের স্বপ্নটা ছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের দুই বছরপূর্তি উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। অধিক দাম ও কলরেটের যুগ থেকে প্রধানমন্ত্রী জনগণের জন্য মোবাইল সহজলভ্য করেছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এ সময় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বিএসসিএলের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, বিগত দুই বছর ধরে টেলিভিশন চ্যানেলগুলোর সাথে কাজ করতে পারা পুরস্কারের মতো। দিনে দিনে সেবার মান উন্নত হয়েছে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে। বিলিং এর বিষয়ে কিছু জটিলতা সৃষ্টি হলেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তা সমাধান হয়েছে। আমরা শুধু সরকারি নির্দেশনায় কাজ করেছি। অস্বস্তিকর পরিস্থিতির জন্য বিএসসিএল এর নিষ্ক্রিয়তা দায়ি।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডকো সভাপতি অঞ্জন চৌধুরী। দেশীয় স্যাটেলাইটের জন্য সন্তোষ প্রকাশ করেন তিনি। এ ছাড়া এ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমেদ কায়কাউস বক্তব্য রাখেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply