বাংলাদেশের করোনার টিকায় যুক্তরাজ্যের অনুমোদন

|

এই পৃথিবীর বুকের ভেতর কোথাও শান্তি আছে..

ছবি: প্রতীকী

বাংলাদেশের করোনার টিকার সনদ অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। আগামী সোমবার (১১ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৪টা থেকে বাংলাদেশের করোনার টিকার সনদ দেশটিতে কার্যকর হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের নাম যুক্ত হলো যুক্তরাজ্য সরকারের টিকা তালিকায়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, বাংলাদেশ মিশন যুক্তরাজ্যের সাথে যোগাযোগ করে টিকা তৈরির প্রক্রিয়া বর্ণনা করেছে। এরপরেই যুক্তরাজ্য বাংলাদেশের টিকার সনদ অনুমোদন করে। এই অনুমোদন কার্যকর হবে আগামী সোমবার (১১ অক্টোবর) থেকে।

যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশি নাগরিকদের পূর্ণ ডোজ টিকা নেয়া থাকলে ১১ অক্টোবর থেকে দেশটিতে প্রবেশের পর ১০ দিন হোটেল কোয়ারেন্টাইন বা হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে দেশটিতে পৌঁছানোর দু’দিন পর তাদের কোভিড-১৯ টেস্ট করাতে হবে। এর পাশাপাশি টিকা গ্রহণের প্রমাণ হিসেবে সব ভ্রমণকারীরই বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া টিকার সার্টিফিকেটের প্রয়োজন পড়বে।

তবে যেসব ভ্রমণকারী যুক্তরাজ্যের অনুমোদিত টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেননি তাদের অবশ্যই দশ দিনের হোটেল কিংবা বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া দ্বিতীয় এবং অষ্টম দিনে তাদের করোনা পরীক্ষা করাতে হবে।

যুক্তরাজ্য এখন পর্যন্ত করোনাভাইরাসের চারটি টিকাকে অনুমোদন দিয়েছে। এগুলো হচ্ছে—অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার-বায়োএনটেক ও জনসন অ্যান্ড জনসন।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply