ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হূমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরবকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) ভোরে রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে গতকাল রাতে তেজগাঁও থানায় এক ভুক্তভোগী মামলা করেন। আজ দুপুরে আরজে নিরবকে আদালতে তোলা হয়। পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন আদালত তাকে এক দিনের রিমান্ডের আদেশ দেন।
আরও পড়ুন>>> ‘কম মূল্যে পণ্য কেনার সময়তো সরকারকে জানায়নি, তাই সরকার দায় নিবে না’
মামলা সূত্রে জানা গেছে, আরবে নিরব কিউকমের প্রতারণার মূলহোতা। প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রতারণার করে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। নিরবের পরামর্শেই প্রতিষ্ঠানটির সিইও মো. রিপন মিয়া প্রতারণা করে গ্রাহকদের প্রায় ২৫০ কোটি টাকা আটকে রেখেছেন।
এর আগে গত ৩ অক্টোবর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে কিউকমের সিইও মো. রিপন মিয়াকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে।
Leave a reply