টেকসই উন্নয়নের দিকে মনোনিবেশ করেছে বাংলাদেশ: শিরীন শারমিন চৌধুরী

|

করোনা পরিস্থিতি উত্তরণে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত, জলবায়ু সহনশীল এবং টেকসই উন্নয়নমূলক পদক্ষেপের দিকে মনোনিবেশ করেছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ কথা বলেছেন। তিনি আরও বলেছেন, অন্তর্ভুক্তিমূলক ও উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা ছাড়া অর্থনীতির এ পুনরুদ্ধার সম্ভব নয়।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এবং ইতালি সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত প্রি-কপ টুয়েন্টি সিক্স পার্লামেন্টারি মিটিং শীর্ষক আলোচনা সভার গ্রিন অ্যাপ্রোচেস টু কোভিড রিকভারি সেশনে স্পিকার এসব কথা বলেন। তিনি বলেন, করোনা মহামারি পরবর্তী সময়ে অপরিকল্পিত বিনিয়োগ ও পদক্ষেপ চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করে পরিবেশের অবনতি এবং জলবায়ুর ক্ষতি ঘটাতে পারে। এজন্য করোনা পরবর্তী পরিস্থিতিতে পরিবেশ ও জলবায়ু সহনশীল পুনরুদ্ধার পরিকল্পনা প্রণয়ন জরুরি।

এসময় ইতালির সংসদ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রতি এমন একটি আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন স্পিকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply