করোনায় বন্দি ৮৪ ভাগ শিক্ষার্থীই মানসিক সমস্যায় ভুগছে

|

করোনায় ঘরবন্দি হয়ে পড়ায় শিক্ষার্থীরা হতাশা, বিষণ্নতাসহ বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছে। বেসরকারি সংগঠন আচল ফাউন্ডেশনের একটি গবেষণায় উঠে এসেছে এই তথ্য। তারা বলছে, প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর ওপর করা গবেষণায় দেখা যায়, ৮৪ ভাগ শিক্ষার্থীই নানা মানসিক সমস্যায় ভুগছে।

এর মধ্যে পুরুষের তুলনায় নারী শিক্ষার্থীদের হার বেশি বলেও দেখা গেছে ওই গবেষণায়।

শহরে অবস্থান করা শিক্ষার্থীদের মধ্যে এই হার বেশি। করোনায় আক্রান্ত হওয়া, পর্যাপ্ত ঘুমের অভাব, অনিশ্চিত ভবিষ্যত, জোরপূর্বক বিয়ে, আর্থিক ও পারিবাবরিক সমস্যার কারণে মানসিকভাবে ভেঙে পড়ছে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply