রাজনৈতিক অস্থিরতার মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছে জনগণ। রোববার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়েছে এই ভোটগ্রহণ।
এবারের নির্বাচনে পার্লামেন্টের ৩২৯টি আসনের জন্য অন্তত ১৬৭টি দল ও তিন হাজার ২০০-র বেশি প্রার্থী লড়ছে বলে জানিয়েছে ইরাকের নির্বাচন কমিশন।
এবারের ভোটের ফল ইরাক বা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে নাটকীয় কোনো পরিবর্তন আনবে না বলে মনে করছেন ইরাকি কর্মকর্তা, বিদেশি কূটনীতিক ও বিশ্লেষকরাও; তবে তারপরও আশাবাদী অনেক ইরাকি।
২০০৩ সালের পর দেশটিতে হতে যাওয়া পঞ্চম সংসদীয় ভোট নিয়ে তাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
নির্বাচনকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চেকপোস্টগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। নির্বাচনের কারণে ইরাক নিজেদের স্থল সীমান্ত ও আকাশপথ সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে।
Leave a reply