গোটা একদিন অন্ধকারে থাকার পর লেবাননে সীমিত পরিসরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সংযোগ। রোববার বিষয়টি নিশ্চিত করেন জ্বালানি মন্ত্রী ওয়ালিদ ফায়াদ।
দেইর আম্মার এবং জাহরানি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি সরবরাহ করে লেবাননের সেনাবাহিনী। ১৬ লাখ গ্যালন জ্বালানি বণ্টন করা হয় দুটি কেন্দ্রে। তারপরই গ্রাহকের ধীরে-ধীরে সংযোগ ফিরিয়ে দেয়া শুরু করে প্রতিষ্ঠানগুলো।
চলতি মাসে, দ্বিতীয়বারের মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলো গোটা লেবাননে। চরম অর্থমন্দা এবং তারল্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশটি। এমনকি বিদ্যুৎ উৎপাদনের জন্য জরুরি জ্বালানি তেল কেনার সামর্থ্যেও নেই লেবাননের। সরকারের ঋণের পাহাড়ের প্রধান দায় দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানির। বছরের পর বছর, গড়ে দেড়শ’ কোটি ডলার লোকসান দিচ্ছে প্রতিষ্ঠানটি। এক দশকে ৪ হাজার কোটি ডলারের বেশি গচ্চা দিয়েছে সরকার।
এনএনআর/
Leave a reply