করোনার রোগী শূন্য হওয়ায় খুলনার শেখ আবু নাসের হাসপাতালে করোনা ইউনিট বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে এখন থেকে এখানে আগর মতো সাধারণ রোগীরা চিকিৎসা নিতে পারবেন।
সোমবার (১১ অক্টোবর) সকাল থেকে হাসপাতালের ইউনিটটি জীবাণুমুক্তের কাজ শুরু হয়েছে। এরপর থেকে সেখানে সাধারণ রোগীদের সেবা দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
৩ জুলাই থেকে শেখ আবু নাসের হাসপাতালে ৪৫ শয্যার করোনা ইউনিটের কার্যক্রম শুরু হয়। হাসপাতালে থাকা ১০টি আইসিইউ শয্যা অন্তর্ভুক্ত করা হয় ইউনিটে। পুরো জুলাই ও আগস্ট মাস পর্যন্ত সব শয্যা করোনা রোগীতে পূর্ণ ছিলো। পর্যায়ক্রমে রোগীর সংখ্যা কমতে থাকায় ২৭শে সেপ্টেম্বর থেকে রোগী শূন্য ছিল ইউনিটটি।
Leave a reply