নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের ৫২ কিলোমিটার অংশ পড়েছে নরসিংদীতে। রাস্তাসহ দুপাশ মিলিয়ে সর্বনিম্ন ৭০ ফুট থেকে সর্বোচ্চ ১৭০ ফুট পর্যন্ত জায়গার মালিকানা সড়ক বিভাগের। জায়গা দখল করে গড়ে উঠেছে ছোটবড় অসংখ্য অবৈধ স্থাপনা। সবচেয়ে বেশি জায়গা বেদখল হয়েছে সদরের ভেলানগর, মাধবদী, শেখের চর ও শিবপুরের ইটাখোলায়।
অবৈধ এসব দোকানের মালিকরা জানায়, জায়গা সরকারি হলেও প্রতি মাসে নিয়মিত ভাড়া গুণতে হয় তাদের। অভিযোগ আছে, স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট জমির মালিকানা দাবি করে এই ভাড়া আদায় করছে।
তবে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, সরকারি এসব জায়গা ব্যক্তি মালিকানা দাবির সুযোগ নেই। অবৈধ স্থাপনা উচ্ছেদে নানা সীমাবদ্ধতার কথাও জানান নির্বাহী প্রকৌশলী। তবে শীঘ্রই অবৈধ এসব স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
মহাসড়কে গাড়ির চাপ বৃদ্ধি পেলে অবৈধ স্থাপনার কারণে বিভিন্ন পয়েন্টে দেখা দেয় যানজট। সবশেষ ২০১৯ সালের ডিসেম্বরে উচ্ছেদ অভিযান চালায় সড়ক বিভাগ।
Leave a reply