বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কার্যালয় ভবনের সামনে অংশ ধসে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সাহেববাজারের দ্বিতল শতবর্ষী ভবনটি গণপূর্তের মালিকানাধীন। যা কয়েক বছর ধরেই ছিল ঝুঁকিপূর্ণ। আজ ভোরে হঠাৎই সামনের অংশটি বিকট শব্দে ভেঙে পড়ে। সেসময় সময় ভবনে ৫ জন থাকলেও তাদের কোনো ক্ষতি হয়নি।
ওয়ার্কার্স পাটির নেতৃবৃন্দ জানান, গণপূর্তের কাছ থেকে নিচতলা রাজশাহী প্রেসক্লাব ও দোতলা ইজারা নেয়া ওয়ার্কার্স পার্টির। দীর্ঘদিন ধরে তারা ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কারের জন্য গণপূর্তকে বলছিলেন। কিন্তু তারা কান দেননি। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হননি।
Leave a reply