বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় রোমানিয়া ও সার্বিয়া

|

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে কর্মী নিতে চায় ইউরোপের দেশ রোমানিয়া ও সার্বিয়া। ন্যাম সম্মেলনে অংশগ্রহণ ও দেশ দুটি সফর শেষে ঢাকায় ফিরে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।

রোমানিয়ার সাথে যোগাযোগ বাড়ছে জানিয়ে মন্ত্রী বলেন, ভিসা জটিলতা কমাতে দূতাবাস চালু না হওয়া পর্যন্ত কনস্যুলার সেবা দিতে আগ্রহী দেশটি। পাশাপাশি ইউরোপের এই দেশটি থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা বৃত্তিও পাবে বলে জানান তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসনে ন্যামের পাশাপাশি সার্বিয়াও পাশে থাকবে বলে জানান তিনি।

এছাড়াও তিনি জানান, জলবায়ু সম্মেলনে অংশ নিতে ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী গ্লাসগো যাচ্ছেন। জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৬-এ যোগদানের জন্য ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগোতে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। এরপর দ্বিপক্ষীয় বৈঠকের জন্য লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply