‘উৎপাদন ও চাহিদার পরিসংখ্যান বিভ্রান্তিই খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাধা’

|

চালসহ অন্যান্য ফসলের উৎপাদন ও চাহিদার সঠিক পরিসংখ্যান নেই। একারণে উৎপাদন বাড়লেও সাধারণ মানুষকে বাড়তি দামে কিনতে হয় খাদ্যপণ্য। এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। অনুষ্ঠানে বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশ প্রধান রবার্ট ডি সিম্পসন বলেন, স্বল্প জমিতেই বাংলাদেশের খাদ্য উৎপাদন আগের চেয়ে বহুগুণে বেড়েছে। এখন দরকার নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে নজর দেয়া।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, উৎপাদন বেড়েছে, বেড়েছে মানুষের ক্রয়ক্ষমতা। কিন্তু তারপরও দরিদ্র জনগোষ্ঠীর অনেকেই খাদ্যপণ্য কিনতে পারে না। অন্যদিকে উৎপাদক কৃষক ফসলের নায্যমূল্য না পেলেও শহরের ভোক্তাদের বাড়তি দামে কিনতে হচ্ছে। বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতার কথা স্বীকার করে কৃষিমন্ত্রী বলেন, উৎপাদন ও চাহিদার পরিসংখ্যান বিভ্রান্তি এক্ষেত্র বড় সমস্যা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply