যুক্তরাষ্ট্রে সেতু ভেঙে নিহত ৪

|

Aerial view shows a pedestrian bridge collapsed at Florida International University in Miami, Florida, U.S., March 15, 2018. REUTERS/Joe Skipper

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ফুটওভার ব্রিজ ধসের ঘটনায় প্রাণ হারিয়েছে কমপক্ষে চারজন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের এই দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে।

চিকিৎসকরা জানান, দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রশাসন জানায়, ধসেপড়া ব্রিজের নিচে আটকা পড়েছে অন্তত ৮টি গাড়ি। তবে হতাহতের সংখ্যা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। এখনো উদ্ধার অভিযান চলছে। ব্রিজটি সড়কের মাঝখানে ভেঙে পড়ায় বন্ধ রয়েছে গাড়ি চলাচল। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে এলাকাটি এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীদের পারাপারের জন্য গতবছর নির্মিত হয় ব্রিজটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply