সর্বকালের সর্বনিম্ন দরের রেকর্ড পাকিস্তানি রুপির

|

FILE PHOTO: A trader counts Pakistani rupee notes at a currency exchange booth in Peshawar, Pakistan December 3, 2018. REUTERS/Fayaz Aziz/File Photo - RC11BF90FB90

সোমবার মার্কিন ডলারের বিপরীতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দরপতনের রেকর্ড গড়ল পাকিস্তানি রুপি। খবর জিও টিভির।

সর্বশেষ ৮২ (পাকিস্তানি) পয়সা যোগ হয়েছে রুপি দিয়ে ডলার ক্রয়ের ক্ষেত্রে। এরই মধ্য দিয়ে প্রতি ডলারের সমমূল্য হয়ে দাঁড়াল ১৭৩ পাকিস্তানি রুপি। যা ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মুদ্রামানের অর্ধেক।

পাকিস্তানি রুপির অব্যাহত দরপতন ও মুদ্রাস্ফীতি দ্রুতই কাটিয়ে উঠবে দেশ- এমনটাই আশাবাদ পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের। উল্লেখ্য, মুদ্রা সংকট ও আইএমএফের শর্তারোপের কারণে মূল্য খোয়াচ্ছে পাকিস্তানি রুপি। এই সমস্যা নিরসনে পাকিস্তান সরকার ও আইএমএফের ফলপ্রসূ সংলাপ জরুরী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply