শ্রীলঙ্কায় ফের চালু হলো ফেসবুক

|

সাম্প্রদায়িক সহিংসতা রোধে বন্ধ করে দেয়া সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুক পুনরায় চালু করেছে শ্রীলঙ্কা। দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এক টুইট বার্তায় এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমটির পক্ষ থেকে সহিংসতা রোধ ও ঘৃণামূলক মন্তব্য সরিয়ে নেয়ার কথা জানানোর পর এ সিদ্ধান্ত নিলো, সরকার। এর আগে, বুধবার হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ বিভিন্ন মেসেজিং অ্যাপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়।

চলতি মাসের শুরুতেই শ্রীলঙ্কার বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে পুরনো সাম্প্রদায়িক দাঙ্গা চাঙ্গা হয়ে ওঠে। ক্যান্ডি শহরে, সংঘর্ষে জড়ায় দুই সম্প্রদায়। এতে, নিহত হন অন্তত তিনজন। জ্বালিয়ে দেয়া হয় মসজিদসহ মুসলিমদের কমপক্ষে ২০টি স্থাপনা।

ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও আগুন দেয় বৌদ্ধরা। প্রথমে ক্যান্ডিতে কারফিউ জারি করলেও; পরে দেশজুড়ে ১০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করে, সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply