চলতি মাসেই ১২-১৭ বছর বয়সীদের টিকা দেয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

|

ছবি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

চলতি মাসেই ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে ২৫তম কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম চলবে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়টি নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের তালিকার উপর। ধাপে ধাপে এক কোটির বেশি শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া হবে বলেও জানান জাহিদ মালেক।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply