চলতি মাসেই ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে ২৫তম কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম চলবে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়টি নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের তালিকার উপর। ধাপে ধাপে এক কোটির বেশি শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া হবে বলেও জানান জাহিদ মালেক।
ইউএইচ/
Leave a reply