যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে চীনের সাথে সীমান্ত সংকট সমাধান সম্ভব। বৃহস্পতিবার পার্লামেন্টে রাখা বক্তব্যে একথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
রাজ্যসভায় ভারতের ‘পররাষ্ট্রনীতি ও কৌশলগত মিত্রদের সাথে সম্পর্ক’ সংক্রান্ত বিতর্কে অংশ নেন সুষমা। এসময় ডোকলাম অঞ্চল নিয়ে চীনের সাথে সংকট নিরসনে নয়াদিল্লির নীতি নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন আইনপ্রণেতা।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত যুদ্ধ চায় না, তাই সংকটকালে ধৈর্য্যের পরিচয় দিচ্ছে। তিনি আরও বলেন, দু’দেশের সংযত আচরণই সম্পর্ক এগিয়ে নেয়ার পূর্বশর্ত।
সেপ্টেম্বরে ব্রিকস সম্মেলনে যোগ দেয়ার উদ্দেশ্যে বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই নিজেদের মধ্যে সমস্যা সমাধান করে নিতে আগ্রহী দু’দেশই।
গত জুন মাসের মাঝমাঝি থেকে চীন-ভারত-ভুটানের সীমান্তবর্তী ডুকলাম এলাকায় চীনের রাস্তা নির্মাণ এবং এরপর প্রতিবাদে ভারতের সেনা পাঠানোর প্রেক্ষিতে এশিয়ার দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। তবে উভয় দেশই বলে আসছে তারা যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সমাধান চায়।
/কিউএস
Leave a reply