দুবাইয়ে ৮৪ তলা ভবনে অগ্নিকাণ্ড

|

আরব আমিরাতের দুবাইয়ে একটি গগণচুম্বী আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বিশ্বের উচ্চতম আবাসিক ভবনগুলোর মধ্যে অন্যতম টর্চ টাওয়ারে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত তিনটার দিকে ৮৪ তলা ভবনটির মাঝামাঝি অংশে আগুন ধরে যায়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য অংশে।

আগুনে টর্চ টাওয়ারের ৩০ থেকে ৪০ তলার বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্থ হয়েছে। দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগুন লাগার সাথে সাথেই ভবনে বসবাসরত সকল নাগরিককে সরিয়ে নেয়া হয়।

ভবনটিতে ৭০০ ফ্ল্যাট রয়েছে। এর আগে ২০১৫ সালে আরেকবার বড় ধরনের অগ্নিকাণ্ডের শিকার হয় ভবনটি।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply