সন্তানকে বাঁচাতে কুমিরের সাথে হাতির যুদ্ধ

|

ছবি: সংগৃহীত।

পিতা- মাতার কাছে সবথেকে আদরের বস্তু তার সন্তান। সে মানুষই হোক বা অন্য কোনো প্রাণী। সম্প্রতি সন্তানকে বাঁচাতে অনন্য এক নজির স্থাপন করলো আফ্রিকার এক হাতি।

অত্যন্ত শান্ত স্বভাবের প্রাণী হাতি। কিন্তু সন্তানকে আক্রমণ করলে হাতিও হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। সম্প্রতি এমন একটি ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে একটি ইউটিউব চ্যানেলে। এক মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটি সাড়া ফেলে সামাজিক যোগাযোগমাধ্যমে। তিন দিনের মধ্যে এটি দেখা হয়েছে সাড়ে ১২ লাখেরও বেশি বার।

ভিডিও প্রসঙ্গে চ্যানেলটি জানায়, হাতি শান্ত স্বভাবের। কিন্তু সন্তানের জন্য ভয়ঙ্করও হতে পারে। এবারের ঘটনাটি তেমনই।

হস্তি শাবকের পানি পানের জন্য আসার অপেক্ষায় ওঁত পেতে ছিল কুমিরটি। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে কুমিরকে আক্রমণ করে হাতিটি। দাঁত না থাকলেও পা দিয়ে কুমিরটিকে পিষতে থাকে হাতিটি। কিছু সময় হাতির সাথে প্রাণ বাঁচাতে লড়াই করে কুমিরটি। কিন্তু হাতির প্রচণ্ড ওজন সহ্য করতে না পেরে কুমিরটি নিস্তেজ হয়ে পড়ে। একপর্যায়ে মারা যায় কুমিরটি।

আফ্রিকার জাম্বিয়ার বিরল এই ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন হ্যানস হেনরিক হার নামের এক আলোকচিত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply