সিনেমায় আলিঙ্গন ও চুম্বন দৃশ্য নিষিদ্ধ পাকিস্তানে, থাকবে না পরকীয়াও

|

ছবি: সংগৃহীত।

পাকিস্তানে কোনো নাটক বা সিনেমা কিংবা টিভি পর্দায় কোনো রকমের চুম্বন দৃশ্য বা নারী-পুরুষের আলিঙ্গনের দৃশ্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পরকীয়া, স্বামী-স্ত্রীর ঘনিষ্ঠ দৃশ্য, ছোট পোশাক, শয্যার দৃশ্য, অশ্লীলতাও থাকতে পারবে না কোনো নাটক-সিনেমায়। পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত ২০ অক্টোবর এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করে পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি (পেমরা)। সেখানে বলা হয়েছে, এসব দৃশ্য ইসলামের নীতি বিরুদ্ধ এবং একটি ইসলামিক দেশের জন্য অগ্রহণযোগ্য। তাছাড়া এসব দৃশ্যের কারণে পাকিস্তানের আসল সামাজিক দৃশ্য ফুটে উঠছে না বলেও দাবি করা হচ্ছে।

তবে এই নির্দেশের বিরুদ্ধে সরব হয়েছেন পাকিস্তানের জনগণের একাংশ। তাদের দাবি, এসব দৃশ্য যদি নীতি বিরুদ্ধ হয়, তাহলে যৌননির্যাতন, হয়রানি, শারীরিক ও মানসিক অত্যাচার কেনো নয়। নাটক থেকে এই ধরনের বিষয়গুলোকে কেনো বাদ দেয়ার নির্দেশ দিলো না পেমরা, এ নিয়েও কথা বলেছেন অনেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply