নাইজেরিয়ার একটি কারাগারে হামলা চালিয়ে ৮ শতাধিক বন্দিকে মুক্ত করলো অস্ত্রধারীরা। অবশ্য শনিবারই (২৩ অক্টোবর) ২৬২ জনকে আবার গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার (২২ অক্টোবর) রাতে দেশটির ওআইও রাজ্যের কারাগারে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের সাথে নিরাপত্তারক্ষীদের ব্যাপক গুলি বিনিময় হয়। একসময় ডিনামাইট দিয়ে কারাগারের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে দলটি। পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ৫৭৫ জন বিচারের অপেক্ষায় ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানায়, ব্যাপক সহিংসতার পরও ৬৪ জন কয়েদি পালাতে পারেনি। তাদের সরানো হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে। চলতি বছর নাইজেরিয়ায় তিনবার এমন হামলার ঘটনা হলো। সবশেষ এপ্রিল মাসে ইমো রাজ্যের কারাগারে হামলা চালিয়ে ১৮শ’ বন্দিকে ছাড়িয়ে নেয়া হয়।
Leave a reply