সাজঘরে ৪ পাকিস্তানি; ঘুরে গেছে ম্যাচের গতি

|

উপড়ে যাওয়া মিডল স্ট্যাম্পের দিকে তাকিয়ে বাবর আজম। ছবি: সংগৃহীত

ইশ সোধির স্পিন আর ডেভন কনওয়ের অবিশ্বাস্য ক্যাচে ম্যাচে নিজেদের দখল অনেকতাই প্রতিষ্ঠা করতে পেরেছে নিউজিল্যান্ড। স্কোরবোর্ডের ১৩৪ রানকে ডিফেন্ড করার জন্য একে একে ৪ পাকিস্তানি ব্যাটারকে পাঠিয়েছে সাজঘরে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৪.২ ওভার শেষে ৪ উইকেটে ৮৩ রান।

বাবর আজমের আউটের পর দেখেশুনেই খেলছিলেন রিজওয়ান খান ও ফাখার জামান। কিন্তু ইশ সোধি বোলিংয়ে এসেই পাল্টে দিলেন দৃশ্যপট। স্ট্যাম্প টু স্ট্যাম্প বোলিংয়ে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেন ফাখার জামান এবং পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার রিজওয়ান খানকে। তবে চোখে লেগে থাকার মতো আউটটা হয়েছেন ‘দ্য প্রফেসর’ মোহাম্মদ হাফিজ। মিচেল স্যান্টনারের বলে ডান্সিং ডাউন দ্য উইকেটে গিয়ে লং অফ দিয়ে বল সীমানাছাড়া করতে চেয়েছিলেন হাফিজ। কিন্তু জানতেন না, লং অফে ফিল্ডিং করতে থাকা ডেভন কনওয়ের উপর ভর করবেন জন্টি রোডস! কনওয়ে বাম দিকে ঝাপিয়ে পড়ে দৃশ্যত অবিশ্বাস্য এক ক্যাচে ফিরিয়ে দেন হাফিজকে।

ক্রিজে এখন আছেন শোয়েব মালিক এবং ইমাদ ওয়াসিম। জয়ের জন্য এখনও পাকিস্তানের দরকার ৩৪ বলে ৫২ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply