ত্রিপুরায় মসজিদে হামলার ভিডিওটি গুজব: পুলিশ

|

ছবি: সংগৃহীত।

সম্প্রতি ভারেতের ত্রিপুরার একটি মসজিদে হামলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতংক ও উত্তেজনা লক্ষ করা যায়। কিন্তু সেই ছবি ও ভিডিওগুলোকে মিথ্যা দাবি করে ঘটনাকে গুজব বলে জানিয়েছে ত্রিপুরা পুলিশ।

এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে মসজিদে হামলার বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর গত মঙ্গলবার (২৬ অক্টোবর) ত্রিপুরায় সংঘর্ষ হয়। ঘটনার পর পুলিশ জানায়, পরিস্থিতি এখন শান্ত। যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

ত্রিপুরা পুলিশের আইজিপি সৌরভ ত্রিপাঠি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে। পানিসাগরের সাথে সেসব ছবি ও ভিডিওর কোনো সংযোগ নেই। ত্রিপুরার কোনো মসজিদেই আগুন লাগানো হয়নি।

তিনি আরও বলেন, সবার কাছে আমার অনুরোধ কেউ যেনো ফেক আইডি অনুসরণ না করে। এতে গুজবের পরিমাণ কমবে। সেইসাথে ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply