২০২২ সালে সরকারি ছুটি ২২ দিন

|

ফাইল ছবি।

নতুন বছরে (২০২২ সাল) মোট ২২ দিন সরকারি ছুটি ভোগ করবে বাংলাদেশ, যার মধ্যে ছয় দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২০২২ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছে।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, ২০২২ সালের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ছয়টি ছুটি সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। অর্থাৎ ২২-৬=১৬ দিন সরকারি ছুটি থাকবে ২০২২ সালে (সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার বাদে)।

বরাবরের মতই বিভিন্ন ধর্মীয় উৎসবের জন্য ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply