অবশেষে অপেক্ষার অবসান, বাড়ি ফিরছেন আরিয়ান

|

ছবি: সংগৃহীত।

টানা ২৬ দিন পর জেল থেকে মুক্ত হলেন বলিউডের বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। শুক্রবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ছেলেকে নিয়ে মুম্বাই আর্থার জেল থেকে বের হয়েছেন শাহরুখ খান। সাথে ছিলেন অভিনেত্রী জুহি চাওলা। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, আরিয়ানের জন্য এক লাখ টাকার বন্ডে সই করেছেন জুহি। অর্থাৎ আরিয়ানের জামিন পরবর্তী যে কোনো অপ্রত্যাশিত ঘটনার জন্য জবাবদিহিতায় বাধ্য থাকবেন জুহি। শাহরুখের সাথে এই অভিনেত্রীর বন্ধুত্বের কথা সকলেরই জানা ছিল আগেই। তবে এরপর শাহরুখ-জুহির বন্ধুত্ব যে অন্য মাত্রায় পৌঁছে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না।

এর আগে, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মাদককাণ্ডে আরিয়ান খানের জামিন মঞ্জুর করে মুম্বাই হাইকোর্ট। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে রিলিজ অর্ডার জমা না দিতে পারলে, ফিরতে পারতেন না আরিয়ান। তবে সময়ের আগেই সব বন্দোবস্ত করে ফেলেছিলেন শাহরুখ। তাই প্রায় একমাস পর জেল থেকে ছাড়া পেলো আরিয়ান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply