প্রতিদিন বাতিল হচ্ছে হজ ফ্লাইট। সেই ধারাবাহিকতায় আজও বাতিল হলো বাংলাদেশ বিমানের হজের আরেকটি ফ্লাইট।
যাত্রী কম থাকায় কালও ২টি ফ্লাইট বাতিল করে ঘোষণা দেয়া হয়েছে। আগামীকালেরসহ এ পর্যন্ত বাতিল হয়েছে ১৯টি হজ ফ্লাইট।
অনাকাঙ্খিত এমন পরিস্থিতিতে পড়ে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন হজযাত্রীরা। শেষ পর্যন্ত এ বছর হজে যেতে পারবেন কিনা তা নিয়েই অনেকে শঙ্কায় আছেন।
বাতিল হওয়ার জন্য হজ এজেন্সিগুলোর নানা অব্যবস্থাপনা ও সৌদি সরকারের আরোপ করা নতুন মোয়াল্লেম ফি’কে দায়ী করছেন সংশ্লিষ্টরা।
আজ শুক্রবার মোট ৫টি হজ ফ্লাইটের শিডিউল ছিল। এর মধ্যে সকাল ৬টা ৫৫ মিনিটের হজ ফ্লাইট বাতিল করায় অনেক হজযাত্রী বিপাকে পড়েছেন।
ফ্লাইট শুরুর প্রথম দু’দিন কোনো সমস্যা না হলেও, তৃতীয় দিন থেকেই যাত্রী সংকটে ফ্লাইট বাতিল হতে থাকে। পাসর্পোট সক্রান্ত জটিলতার পাশাপাশি মোয়াল্লেম ফি বাড়ানো ও কোটা ভিত্তিক রিপ্লেসমেন্ট জটিলতাও আছে কারো কারো ক্ষেত্র। তবে সবচেয়ে বেশি অভিযোগ এজেন্সিগুলোর অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে।
/কিউএস/এফআর
Leave a reply